করোনা পরিস্থিতি নিয়ে ফের হুঙ্কার ট্রাম্পের

করোনার জেরে জেরবার আমেরিকা। এরই মধ্যে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমেরিকাকে আক্রমণ করা হয়েছে। এটা কোনও সাধারণ ফ্লু নয়। ১৯১৭ সালের পর এই ধরণের পরিস্থিতি দেখা যায়নি।”

হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলন থেকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সমস্যার সামধান আমেরিকাকে করতেই হবে। আমাদের অর্থনীতি আগেও ভালো ছিল। বিমান পরিষেবাকে বাঁচিয়েছি আমরা। বহু সংস্থাকে বাঁচিয়ে নিয়েছি চিন এবং অন্যান্য দেশের থেকেও ভালো আমাদের অর্থনৈতিক পরিস্থিতি।

Previous articleঅনুমতি মিলেছে হোম ডেলিভারির, তাও ব্যাগ হাতে দোকানে সুরা রসিকরা
Next articleনিউইয়র্কে করোনা আক্রান্ত দুই পোষ্য বিড়াল, সন্দেহ মানুষের থেকেই ঘটেছে সংক্রমণ