করোনা-যুদ্ধে জয়ীদের স্বাগত জানালেন প্রতিবেশীরা

করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তাঁদের বিচ্ছিন্ন করে দিচ্ছেন প্রতিবেশীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু ঠিক তার উলটো চিত্র দেখা গেল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলে। মঙ্গলবার তিনজন করোনা রোগী সুস্থ হয়ে চ্যাং হাসপাতাল থেকে ছাড়া পান।বুধবার তাঁরা নিজেদের বাড়ি ফেরেন। কার্শিয়াঙের বাড়িতে ফেরেন সুস্থ হয়ে ওঠা নার্স। তাঁকে ফুল ছুড়ে স্বাগত জানানো হয়। অন্যদিকে শিলিগুড়ির কাওয়াখালিতে নিজের এপার্টমেন্টে নার্স সহ তাঁর মা ফিরতেই হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। এই দৃশ্য উদাহরণ হয়ে গেলো সারা রাজ্যের কাছে। প্রথম থেকেই স্বাস্থ্যমন্ত্রক বারবার বলছে করোনা রোগীরা সুস্থ হয়ে গেলে তাঁরা অচ্ছুৎ নন।তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। সেই ছবিই এদিন ফুটে উঠল পাহাড় থেকে সমতলে।

Previous articleশপথের পরই সরকারের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার
Next articleকরোনা-যুদ্ধ: সাংবাদিকদের সংবর্ধনা