হু’র নির্দেশে ক্রিকেট মাঠে একাধিক পরিবর্তন, যা শুনলে আপনি চমকে উঠবেন

করোনার আতঙ্ক ক্রিকেট মাঠে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। এতদিন ক্রিকেট মাঠে বোলার বল করতে এলে তার টুপি, সানগ্লাস, সোয়েটার আম্পায়াররা ধরতেন। কিন্তু করোনা নিষেধাজ্ঞায় এসব বন্ধ হতে চলেছে। ক্রিকেটারদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিকে মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

কী কী নিষেধাজ্ঞা?

১. বলে থুতু লাগানো যাবে না

২. বল ছোঁওয়ার পর কোনও ক্রিকেটার মুখ-চোখ ছুঁতে পারবেন না

৩. প্রতি ওভারের মাঝে স্যানিটাইজার দিয়ে ক্রিকেটারদের হাত জীবাণুমুক্ত করতে হবে

৪. অন্য ক্রিকেটারের ব্যবহার করা বোতল তোয়ালে বা ক্রিকেট সরঞ্জাম আর একজন ব্যবহার করতে পারবেন না

৫. ম্যাচের ভেনুতে একাধিক চেঞ্জিং রুম থাকতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে

৬. ক্রিকেটাররা রুম শেয়ার করতে পারবেন না

৭. আম্পায়ারদের এবার থেকে গ্লাভস পড়তে হবে

৮. ক্রিকেটে এবার থেকে মেডিক্যাল অফিসার থাকবেন যিনি এই দিকগুলি খতিয়ে দেখবেন

৯. বিদেশ সফরেও ক্রিকেটারদের ক্ষেত্রে একাধিক সর্তকতা জারি করা হচ্ছে

Previous articleমাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাকে হাজার কোটি অর্থ মঞ্জুর কেন্দ্রের
Next articleফের বিস্কোরক আলিয়া, নওয়াজ আমায় স্ত্রীর পরিচয় দিত না