দুর্নীতির অভিযোগে বসিরহাটে অঞ্চল সভাপতির বাড়ি ঘেরাও ভাঙচুর, উত্তেজনা

অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘরের টাকা অন্যকে পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা বসিরহাটের উচিলদহ গ্রামে। শনিবার দুপুর, প্রথমে তৃণমূলের অঞ্চল সভাপতি অখিল মিশ্রর বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। পর ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অঞ্চল সভাপতি প্রকৃত আমফানের ক্ষতিগ্রস্ত ঘরের টাকা যাঁদের দরকার তাঁদের না দিয়ে নিজেদের পছন্দমতো নামে তালিকা তৈরি করে দিয়েছেন। তিনি স্বজনপোষণ করছেন বলে অভিযোগ। হাড়োয়া থানার পুলিশ বাহিনী ও র‍্যাপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অঞ্চল সভাপতি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র সন্দেহের বশে এই ঘটনা ঘটিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ নেই।ঘটনাস্থলে পুলিশ ও র‍্যপ মোতায়েন রয়েছে।

Previous article‘আমফান’, ‘নিসর্গ’ ঘূর্ণিঝড় শেষ নয় আসছে ‘গতি’
Next articleওয়েব সাইটের মাধ্যমে আমফান ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি বাম-কংগ্রেসের