রেস্তোরাঁ খোলার আগের রাতেই সল্টলেকের রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর এখন শিথিল অনেক কিছুই। চলছে আনলক ফেজ ওয়ান। দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। রাত পোহালেই খুলে যাচ্ছে শপিং মল-রেস্তোরাঁ-হোটেল। কিন্তু তার আগেই রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ, রবিবার রাতে সল্টলেক সেক্টর ফাইভে শৈল টাওয়ারে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, এই বহুতলের নীচে একটি রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ছুটির দিন থাকায় সেক্টর ফাইভ এলাকা ফাঁকাই ছিল। ফলে হতাহতের ঘটনা নেই বলেই জানা গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ণয় করা যায়নি।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর গুরুতর অভিযোগ এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন, বহুতলের ভিতরের অগ্নিনির্বাপন যন্ত্রগুলি বিকল ছিল। তা না হলে আগুন অনেক আগেই নিয়ন্ত্রণে আনা যেত।

Previous articleকঠিন পরিস্থিতির মধ্যেই ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো কেন্দ্র
Next articleখুলে গেল অফিস, শপিং মল, হোটেল, রেস্তরাঁ, আশঙ্কা নিয়েই স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে শহর