স্পর্ধা ছাড়িয়ে চিন বলল গোটা গালোয়ানই আমাদের! দিল্লি বলল, গল্পের গরু গাছে তুলছে

এবার চিনের বিস্ফোরক দাবি। স্পর্ধা ছাড়াল বেজিং বলল, গোটা গালোয়ান উপত্যকাই তাদের। যা শুনে ভারতীয় বিদেশমন্ত্রক বলছে মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছে চিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় জবাব দেওয়ার পরই যে চিন এই বিবৃতি দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞরা বলছেন, চিনের পদ্ধতি হল সালামি স্লাইজিং। কী এই সালামি স্লাইজিং? অন্য দেশের মাটিতে ঢুকে পড়ো। দখল করো। তারপর সেই এলাকা নিজের বলে দাবি জানাতে থাকো। চিনের লক্ষ্য ভারতের লাদাখ, সিকিম ও অরুণাচল। আর পাশের দুই রাষ্ট্র নেপাল ও ভুটান। ভারতের তিনটি এলাকা নিজেদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে নেওয়া কিংবা ভুটানের বাঁকা সুরে কথা বলা সবই চিন দ্বারা প্রভাবিত। আর অন্যদিকে ভারতকে অশান্ত করতে লাদাখ থেকে শুরু হয়েছে চিনের দুরভিসন্ধি। বিদেশমন্ত্রক সাফ বলেছে, চিন বড্ড বাড়িয়ে বলছে। গল্পের গরু গাছে তুলছে।

Previous articleটলিউডে স্বজনপোষণ: শ্রীলেখাকে তোপ স্বস্তিকার
Next articleশহিদ রাজেশের বোনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু