সংঘর্ষের আবহে চিনের নয়া লক্ষ্য স্থির! এবার কোথায়?

গালওয়ানের পর এবার দেপসাংয় ভ্যালি টার্গেট চিনের। প্রাক্তন সেনা কর্তাদের আশঙ্কা, সামরিক শক্তি দিয়ে এবার ওই অঞ্চল কব্জা করার চেষ্টা করবে চিন।

জম্মু-কাশ্মীরে সেনার ১৬ কোরের প্রাক্তন কমান্ডার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রামেশ্বর রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আগে চিনের পক্ষে দেপসাং ভ্যালি ঘাঁটি গেড়ে থাকা সম্ভব ছিল না। কারণ পাহাড়ের উপরে দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে ভারত ওই এলাকায় কর্তৃত্ব করে। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে সে দেশের সেনা দেপসাং ভ্যালির দক্ষিণে, গালওয়ান ভ্যালিতে পাহাড়ের মাথায় চলে এসেছে। এর পরে চিন দেপসাং-এও সামরিক শক্তি বাড়াতে শুরু করবে।”
অন্যদিকে সেনা সূত্রের খবর অনুযায়ী, দেপসাং-এ ইতিমধ্যেই সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে চিন। সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। ওই অঞ্চলে সেনা-র সঙ্গে ট্যাঙ্ক, কামানও মোতায়েন করতে শুরু করেছে। স্পষ্টতই, গালওয়ান ভ্যালি, প্যাংগং লেকের পরে এ বার দেপসাং ভ্যালির দিকে নজর চিনের।

Previous articleথমকেছে বেঙ্গালুরু: পরিযায়ীদের নিয়ে সদর্থক ভূমিকা প্রয়োজন
Next articleকেন্দ্রের নজরে লাদাখ! নিয়ন্ত্রণরেখার বহু জায়গায় সেনা-আধাসেনার সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার