আশংকা সত্যি করে বিকেলেই দিল্লি আক্রমণ করল কোটি কোটি পঙ্গপাল!

আশংকা ছিলই। আর সেইমতো নিতে বলা হয়েছিল সর্তকতাও। পঙ্গপাল হানার আশঙ্কা জেনে সর্তক করা হয়েছিল রাজধানীর পাইলটদের । সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে। আর তাই-ই ঘটল৷ গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হানা দিল রাজধানী দিল্লিতে৷ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ কোটি কোটি পঙ্গপাল দখল নেয় গুরুগ্রাম৷ দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল পঙ্গপালের দল৷

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করলেন৷ প্রশাসনকে তত্‍পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের উপর৷ তাই দিল্লির কৃষি দফতর প্রতিটি জেলাশাসককে বিশেষ অ্যাডভাইজারি ইস্যু করেছে৷ বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷

Previous articleঅর্পিতা গেলেন সেল্ফ কোয়ারেন্টাইনে, রাজীব কী করবেন!
Next articleফের তুঙ্গে শ্রীলেখা-স্বস্তিকা তরজা