বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি

হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করল পরিবার। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে। বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু ঘিরে সোমবার সকালে থেকে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের হেমতাবাদে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, রাত একটা নাগাদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর আর তাঁর আর কোনও হদিস মেলেনি। সকালে তাঁর ঝুলন্ত দেহ মেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় এক তৃণমূলনেতা গভীর রাতে বিধায়ককে ডেকে নিয়ে গিয়েছিলেন। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
২০১৬-র বিধানসভা নির্বাচনে দেবেন রায় সিপিএম প্রার্থী হিসাবে হেমতাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন৷ ২০১৯ সালে তিনি বিজেপি-তে যোগ দেন৷
ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা।

Previous articleপ্রবল বৃষ্টিতে বানভাসী উত্তরবঙ্গের বহু এলাকা, নামল NDRF টিম
Next articleBreaking: মমতা বললেও ইস্টবেঙ্গলকে সাহায্য করতে পারছেন না প্রফুল