ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ এড়াতে লাদাখে এলএসি বরাবর পিছু হঠল চিন

লাদাখে এলএসি বরাবর ভারত ও চিনের মধ্যে উত্তেজনা দুই দেশই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গালওয়ান ঘাঁটি নিয়ে আলোচনার মধ্যেই পেট্রোলিং পয়েন্ট ১৫, আর পূর্ব লাদাখের হট স্প্রিং ও গোগরা ক্ষেত্রে পিছু হঠেছে চিন ৷ জানা গিয়েছে, চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলাকালীন পূর্ব লাদাখের পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালওয়ান ক্ষেত্র), ১৫, ১৭ এ (হট স্প্রিং/ গোগরা) থেকে চিনের সেনা পুরো সরে গেছে ৷ ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ এড়াতেই পিছিয়ে গিয়েছে চিনা সেনা মনে করছেন ওয়াকিবহাল মহল।
কোর কমান্ডারদের মধ্যে সমঝোতা অনুসারে এই ক্ষেত্রে যাতে আর উত্তেজনা না হয় তার দিকে নজর রেখেই এভাবে সেনা সরিয়ে নিয়েছে চিন৷ এখন শেষপর্যন্ত প্যানগগ লেক এলাকা থেকে খালি সেনা সরা বাকি রয়েছে ৷
প্যানগগে এখনও ৪০ হাজার সেনা মোতায়েন রয়েছে ৷

Previous articleগঙ্গার তলায় আর এক সুড়ঙ্গ! কেন এই পরিকল্পনা জানেন কী!
Next articleমুমূর্ষু করোনা রোগী, তীব্র শ্বাসকষ্ট, ফেরাল আইডি, এক ঘন্টা ফেলে রাখল মেডিক্যাল