তৃণমূল নেতাকে বোমা মেরে কুপিয়ে খুন , উত্তপ্ত বিষ্ণুপুর

বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে বোমা মেরে, কুপিয়ে খুন করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । নিহত শেখ বাবর আলি তৃণমূল পরিচালিত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। বিরোধীদের অভিযোগ, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন। ঘটনায় এখনও পর্যন্ত আটক পাঁচ।
অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ বেলিয়াড়া গ্রামে প্রাক্তন প্রধানের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় ভাঙচুর করে একদল দুষ্কৃতী। এরপর প্রাক্তন প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়।
প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েও তিনি বাঁচতে পারেননি। তাকে বোমা মেরে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। রাতভর চলে বোমাবাজি। মৃতের পরিবারের অভিযোগ, সিপিএম ছেড়ে যারা অন্য দলে নাম লিখিয়েছেন, সেই দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বিরোধীদের কোনও তত্ত্বই মানতে চাননি ।বরং এই ঘটনার জন্য তিনি বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন । তিনি বলেছেন, এভাবে নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস কায়েম করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা।

Previous articleসুশান্তের মৃত্যুর ঘটনায় পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিশের, উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next articleঅমিতাভের মুখোশ খুলে দিতে কেন অমর সিং ছুটে বেড়াতেন