কেন লাদাখ সীমান্তে দ্বিতীয়বার আক্রমণ? রিপোর্ট পেশ মার্কিন গোয়েন্দাদের

দেড় মাসের ব্যবধানে ফের আক্রমণাত্মক হয়ে উঠেছে চিন। গত ২৯ এবং ৩০ অগাস্ট লাদাখ সীমান্তে তৎপর হয় লাল ফৌজ। কোন নীতিতে আগ্রাসী মনোভাব দেখায় চিন। সেই সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবার ময়দানে নামলেন মার্কিন গোয়েন্দারা।

পেন্টাগনের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের ময়দানে শত্রুকে উস্কানি দেয় চিন। এমন ভাবেই এই উস্কানি দেয়, যাতে শত্রুপক্ষ সামরিক দিক থেকে কোনও ব্যবস্থা নিতে না পারে। লাদাখের ক্ষেত্রেও এই গেম প্ল্যান নিয়ে এগিয়েছে লাল ফৌজ। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ভারত এবং আমেরিকার মধ্যে সুসম্পর্ক মেনে নিতে পারছে না চিন। তাই এই দ্বিতীয় বার আক্রমণ বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ। গোয়েন্দাদের দাবি, ভারতকে আক্রমণ করে পরোক্ষভাবে আমেরিকাকে হুঁশিয়ারি দিতে চাইছে জিংপিং সরকার।

Previous articleলোকনাথ বাবার আশ্রম চত্বর সংস্কারের উদ্যোগ রাজ্যের, ১০ কোটি টাকার টেন্ডার ঘোষণা
Next articleপড়ার চাপেই আত্মগোপন! নিজেই বাড়ি ফিরলো NEET পরীক্ষার্থী