রিলায়েন্সের রিটেল ব্যবসায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে সিলভার লেক

রিলায়েন্সের রিটেল ব্যবসায়ে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল সিলভার লেক। জিওর শেয়ার আগেই কিনেছিল এই সংস্থা। আর এবার রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও লগ্নি করবে এই মার্কিন সংস্থা।

মুকেশ আম্বানি এ প্রসঙ্গে বলেন, ‘সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ হওয়ায় আমি খুশি। আমি আশা করছি, এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর নিয়ে আসতে চলেছে ৷ আমি মনে করি, দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷
রিলায়েন্সের খুচরো ব্যবসা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই কয়েক মাস আগে দেশের ছোট-মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে সংস্থার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘জিওমার্ট’ চালু হয়েছে। তার পর থেকেই রিলায়েন্সের খুচরো ব্যবসায় বিনিয়োগে আরও আগ্রহ বেড়েছে বিশ্বের শিল্পপতিদের।

 

Previous articleবাগানের সেই ‘বাবলা দে’ নাইজেরিয়ায় মারা গেলেন
Next articleBREAKING: কন্যাশ্রীর পর রাষ্ট্রসংঘে সেরার সেরা মমতার স্বপ্নের ‘সবুজ সাথী’