শিবসেনা, আকালি দলকে বাদ দিয়ে কীসের এনডিএ? ঠুকলেন সঞ্জয় রাউত

শিবসেনা আর শিরোমণি আকালি দল এনডিএর স্তম্ভ ছিল। এখন দুই দলই এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছে। এরপর বিজেপি জোটকে এনডিএ বলে ডাকার মানে কী? শিবসেনা, আকালি দলকে বাদ দিয়ে কীসের এনডিএ? প্রশ্ন তুললেন শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। তিনি মনে করান, বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিবসেনা আর আকালি দল। এখন তারা সঙ্গে না থাকলে এনডিএ বলার কী মানে থাকে? কেন্দ্রের শাসক দলকে ঠুকে সঞ্জয় বলেন, শিবসেনাকে জোর করে এনডিএ ছাড়তে বাধ্য করা হয়েছে। এখন কৃষি বিলের প্রতিবাদে বেরিয়ে গেল আকালি দল। এরপর বিজেপি নতুন নতুন দলের সঙ্গে বন্ধুত্ব করতেই পারে। তাদের জন্য শুভেচ্ছা রইল। কিন্তু আর যাই হোক তাকে এনডিএ বলা যায় না।

আরও পড়ুন-মহারাষ্ট্রের জোট রাজনীতিতে ট্যুইস্ট, ফড়নবিশ-রাউতের গোপন বৈঠক

Previous articleডার্বির লড়াই এবার আইএসএলেও! সরকারিভাবে অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল
Next articleএবার কোন অভিনেতা, প্রযোজকরা এনসিবি-র নজরে?