চিনের ‘টিকটক’ বন্ধ করল বন্ধু পাকিস্তানও, কিন্তু কেন?

বেইজ্জতির একশেষ! শেষে বন্ধু পাকিস্তানও কিনা কোপ বসাল টিকটকে! ভারত ও আমেরিকার পর এবার টিকটক ব্লক করার ঘোষণা করেছে বেজিংয়ের পরম বন্ধু ইমরান খান সরকার। কারণ হিসাবে বলা হয়েছে, এই চিনা ভিডিও অ্যাপ এমন অশ্লীলতা ছড়াচ্ছে যে তার থেকে পাকিস্তানের যুব সমাজের নৈতিক স্খলন ও বিপথগামী হওয়ার আশঙ্কা। জানা গিয়েছে, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)র কাছে অনৈতিক ও অশ্লীল বিষয়বস্তু প্রচার করার অভিযোগ আসে টিকটকের বিরুদ্ধে। তার পরেই ব্লক করা হয় টিকটক। পাক প্রশাসনিক সূত্রের ব্যাখ্যা, প্রথমে অভিযোগ আসার পরেও টিকটককে সতর্ক করে পাকিস্তান। তারপরেও টিকটক কোনও পদক্ষেপ না নেওয়ায় পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ চিনা অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি জানিয়েছে, সমাজের বিভিন্ন অংশ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পিটিএ এই ভিডিও শেয়ারিং অ্যাপটি ব্লক করার আদেশ দিয়েছে। পাকিস্তানের জিও নিউজের খবর অনুযায়ী, টিকটক সংস্থা অনলাইন কনটেন্টের উপর নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাই টিকটককে পাকিস্তানের সর্বত্র ব্লক করা হয়েছে। প্রসঙ্গত, ভারত ও আমেরিকা টিকটক নিষিদ্ধ করার সপক্ষে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা বলেছিল। পাকিস্তান নিরাপত্তার দিক থেকে আশঙ্কা না জানালেও সমাজের নৈতিক অধঃপতনের আশঙ্কায় এই অ্যাপকে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের মত বন্ধু রাষ্ট্রের কাছ থেকে আসা এই অপ্রত্যাশিত ধাক্কায় এবার মুখ পুড়ল চিনের।

আরও পড়ুন-সুইস ব্যাঙ্কের ‘কালো টাকার’ দ্বিতীয় দফার তথ্য পেল কেন্দ্র

Previous articleচলতি অর্থবর্ষে ৯.৬ শতাংশ পতন ঘটবে দেশের অর্থনীতির, দাবি বিশ্ব ব্যাংকের
Next articleচ্যানেল চালিয়ে রাখতে দেওয়া হতো টাকা! টিআরপি কারচুপিতে নয়া মোড়