তিনকাঠা জমি শ্মশানের জন্য দান করা হবে, আশ্বাসের পরই শেষকৃত্য সম্পন্ন বিধানসভার ডেপুটি স্পিকারের

শ্মশানের জন্য তিনকাঠা জমিদানের পর বিক্ষোভ থামালেন গ্রামবাসীরা। বিকেল চারটে নাগাদ শুরু হয় শেষকৃত্যের কাজ। ব্যাপক অশান্তির পর শেষকৃত্য সম্পন্ন হলো বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার।

বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদার মৃতদেহ সৎকার করতে বাধা গ্রামবাসীদের। ঝাড়গ্রাম থানার জারালাটা গ্রামে নিজের জমিতে তাঁর সৎকারে বাধা দেন গ্রামবাসীরা। স্থানীয়দের দাবি, ওই জায়গায় দেহ সৎকার করলে সেখানে শ্মশান করতে হবে। এই নিয়ে ব্যাপক গোলমাল বেধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার, জেলা শাসক, মন্ত্রী সৌমেন মহাপাত্র ও সাংসদ মানস ভুঁইয়া। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানো হলেও তাঁরা সৎকারে বাধা দেয়। চিতার কাঠ সরিয়ে দেয় গ্রামবাসীরা। মহিলারা আগুন নিভিয়ে দেওয়া জন্য জলের বালতি নিয়ে এগিয়ে আসেন।

দীর্ঘক্ষণ দেহ দাহ করা যায়নি। চিতার উপরেই বেশ কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে থাকে সুকুমার হাঁসদার দেহ। অবশেষে থামে অশান্তি। শেষকৃত্য সম্পন্ন হয় বিধানসভার ডেপুটি স্পিকারের।

আরও পড়ুন-অক্টোবর শেষ, এখনই জাঁকিয়ে শীত নয় বঙ্গে, জানালো হাওয়া অফিস

Previous articleধনকড়ের বিরুদ্ধেই মামলা রাজভবনের দুই কর্মীর!
Next articleকথা চলছে, তৃণমূলে যোগ দিতে পারেন বিজেপির একাধিক নেতা ? জল্পনা তুঙ্গে