Monday, November 24, 2025

‘এক হয়ে দেশের সমস্যার মোকাবিলা করতে হবে’,জয়ের আগেই যেন ‘প্রেসিডেন্ট’ বাইডেন

Date:

Share post:

ট্রাম্পপন্থী- আমেরিকানদের ‘ক্ষোভ ও চক্রান্ত ত্যাগ’ করার আহ্বান জানিয়ে ডেমোক্র্যাট জো বাইডেন বলেছেন, “আমরা প্রতিপক্ষ হতে পারি, কিন্তু পরস্পরের শত্রু নই”৷

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়তে থাকায় নিজের ‘হোমটাউন’ ডেলাওয়ারে দাঁড়িয়ে এক বক্তব্যে জো বাইডেন জয়ের প্রবল আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি দরকার হলেও, তিনি কমপক্ষে ৩০০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে চলেছেন৷

আরও পড়ুন : জয়ের দোরগোড়ায় থাকায় নিরাপত্তা বাড়ানো হল বাইডেনের

করোনা-মহামারি, অর্থনৈতিক মন্দা এবং প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের মানুষ কার্যত দ্বিধাবিভক্ত৷ জয় যখন দোরগড়ায়, তখন কার্যত রাষ্ট্রপ্রধানের সুরেই বাইডেন শুক্রবার বলেছেন, “এরকম কঠিন লড়াইয়ের নির্বাচনের পর সর্বত্রই উত্তেজনা তীব্র থাকে। কিন্তু মাথায় রাখতে হবে, দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে৷ সবাইকে এক হয়ে সেসব সমস্যার মোকাবিলা করতে হবে৷ দলীয় সমস্যা নিয়ে যুদ্ধ করার সময় আমাদের নেই। দলগতভাবে আমরা ভিন্ন শিবিরে থাকতে পারি, কিন্তু আমরা শত্রু নই।” ঠিক এভাবেই সর্বস্তরের মার্কিন নাগরিকদের যাবতীয় ক্ষোভ ঝেড়ে ফেলে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাইডেন৷

এদিকে যে সব রাজ্যে এখনও গণনা চলছে, তার আপাতত প্রাপ্ত ফল এই রকম :

◾পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়ায় জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫,৫৮৭ ভোটে এগিয়ে আছেন। এ পর্যন্ত ৯৫% ভোট গণনা সম্পন্ন হয়েছে৷ পোস্টাল-ব্যালট গণনা চলছে৷ বাইডেনের এজেন্টদের দাবি,পোস্টাল ব্যালটের সিংহভাগ বাইডেনের পক্ষেই যাবে৷

◾জর্জিয়া

বাইডেন জর্জিয়াতেও এগিয়ে আছেন। সেখানে ৯৯% ভোট গোনা শেষ হয়েছে।

◾নেভাডা

নেভাডায় বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। ৮৯% ভোট গণনা শেষ হয়েছে৷

◾অ্যারিজোনা

অ্যারিজোনায় ৯০% ভোট গণনা শেষ হয়েছে৷ বাইডেন ১.৬% ভোটে এগিয়ে আছেন৷

◾নর্থ ক্যারোলাইনা

গণনা চলছে নর্থ ক্যারোলাইনায়। ৯৫% ভোট গোনা শেষ৷ ট্রাম্প ১.৪% ভোটে এগিয়ে আছেন৷

আরও পড়ুন : বিদায় বেলাতেও চিনকে খোঁচা! নয়া পদক্ষেপ ট্রাম্পের

ঐতিহাসিকভাবে রিপাবলিকান অঞ্চল অ্যারিজোনা ও জর্জিয়াতে দুই দশকেরও বেশি সময় পর ডেমোক্র্যাটরা জিতবেন বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন। বিশেষজ্ঞরা বলছেন, বাইডেন যদি শুধু পেনসিলভেনিয়া অথবা জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনায় জিতে যান, তাহলেই তিনি হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট৷

ওদিকে ফের নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প দাবি করেছেন, ‘আইন-সম্মত’ উপায়ে ভোট গুনলে তিনিই জয়ী হবেন৷ কিন্তু তা হচ্ছেনা৷
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৬% শতাংশ৷ যুক্তরাষ্ট্রের ১২০ বছরের ইতিহাসে প্রদত্ত ভোটের এই হার সবচেয়ে বেশি৷

spot_img

Related articles

সুইসাইড নোটে জ্ঞানেশ কুমারের দায়িত্ব মনে করাবে তৃণমূলের ১০ প্রতিনিধি: নির্দেশ অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ায় একের পর এক মৃত্যু রাজ্যে। কখনও ভোটার, কখনও বিএলও। এরপরেও ঘুম ভাঙেনি নির্বাচন কমিশনের। এসআইআর প্রক্রিয়ায়...

মুখাগ্নি করার সুযোগ অবশেষে পেলেন সানি?

সোমবার, বেলা গড়াতেই নক্ষত্র পতন। দেওল পরিবারের সকলের পরণে সাদা পোশাক, একটা অ্যাম্বুল্যান্স আর সঙ্গে কিছু গাড়ি। এদিকে...

বিধানসভা ভোটের আগে বাংলায় নয়া রাজনৈতিক জোট! নির্বাচনী ইস্তেহারও প্রকাশ

বাংলার দরজায় প্রায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতি দলগুলি। এর মধ্যেই সোমবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে...

রাজ্যের এমএসএমই শক্তিশালী করতে র‌্যাম্প প্রকল্পে শুরু হচ্ছে বড়সড় সমীক্ষা 

রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করতে বিশ্বব্যাংক–সমর্থিত র‌্যাম্প (RAMP) প্রকল্পের আওতায় বিস্তৃত সমীক্ষা চালাতে চলেছে...