বাবার সঙ্গে যেন পিতা-পুত্রের সম্পর্কই তৈরি হয়েছিল

সন্দীপ রায়, পরিচালক

বাবার মোট ২৭টা ছবির মধ্যে ১৪টিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্রকাকু। শুধু যে ছবিতে কাজ করতে আসতেন তিনি, তা নয়। আমাদের পরিবার, ইউনিট সব কিছুর সঙ্গে একাত্ম হয়ে থাকতেন। গত ৬০ বছর ধরে মানুষটাকে চিনি।

অনেকেই বাবাকে সৌমিত্রকাকুর ‘মানসপিতা’ বলেন। আর সৌমিত্রকাকুকে বাবার ‘মানসপুত্র’। পরিচালক আর অভিনেতার ওই নির্ভরতা দেখে আমারও মনে হত, দু’জনের মধ্যে কেমন যেন পিতা-পুত্রের সম্পর্কই তৈরি হয়ে গিয়েছিল।

দেখা হয়েছিল গত ৩০ সেপ্টেম্বর। আমি আর বেণুদা গিয়েছিলাম ভারতলক্ষ্মী স্টুডিওতে। গিয়ে দেখি সৌমিত্রকাকু সকাল থেকে শুটিং করছেন। মুখে মাস্ক নেই কেন প্রশ্ন করাতে তিনি বলেছিলেন, “৮৫ বছর হয়ে গেল! আর নতুন করে কি সচেতন হব”। সজন বিয়োগের ব্যথা অনুভব করছি।

আরও পড়ুন:আজ বাংলার দুঃখের দিন, অভিভাবক হারাল বাংলা সিনে জগৎ: মুখ্যমন্ত্রী

Previous articleহেয়ারস্টাইলে বাজিমাত পাঠকের
Next articleতুঙ্গে প্রস্তুতি, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গড়ে উঠছে ভিস্তা প্রকল্প