টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে কী ভাবছে বিসিসিআই?

করোনা কারণে দেশের মাটিতে আইপিএল (ipl)বন্ধ হয়ে গেলেও, টি-২০ বিশ্বকাপ( t-20 world cup) নিয়ে আশাবাদী বিসিসিআই(bcci)। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশবাসী। চলতি বছর অক্টোবর-নভেম্বরে মাসে ভারতের মাটিতে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরিস্থিতি ঠিক না হলে টি-২০ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীকে বিকল্প হিসাবে ধরে রাখতে চাইছে বিসিসিআই।

 

এদিন টি-২০ বিশ্বকাপ নিয়ে সংবাদমাধ্যমে বিসিসিআই প্রেসিডেন্ট( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly)বলেন,” চিন্তা তো থাকবেই। পরিস্থিতি স্বাভাবিক না হলে কী হবে জানা নেই। গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ বাতিল হওয়ার পরেই সংযুক্ত আরব আমিরশাহীকে বিকল্প ভেন্যু হিসেবে বেছে রাখা হয়েছিল। তবে দেখা যাক কি হয়! এখনওহাতে  ছয় মাস সময় আছে।”

আরও পড়ুন:“করোনা আর কোনও মজার ব্যাপার নয়” টুইটারে বললেন রায়না

Advt

Previous articleফের বীরেন্দ্রকে ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলায় জাভেদ শামিমকে ফেরালেন মমতা
Next articleশপথ নিয়েই শম্ভুনাথ পণ্ডিত ও পুলিশ হাসপাতাল পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়