আপাতত বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া; রাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার

খায়রুল আলম, ঢাকা

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে তার পরিবারের পক্ষ থেকে করা আর্জি মঞ্জুর করল না সরকার। এই কারণে আপাতত বিদেশ যেতে পারছেন না তিনি। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান। তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তাতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আমরা মঞ্জুর করতে পারছি না।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে গত বুধবার সরকারের কাছে আবেদন করে তার পরিবার। কিন্তু আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে- সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির দেশের সীমানার বাইরে যাওয়ার বা পাঠানোর কোনো সুযোগ আইনে নেই। এক্ষেত্রে খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত। তাকে বিদেশে পাঠাতে হলে আগে দণ্ড মুকুব করতে হবে। আদালত যেহেতু তাকে সাজা দিয়েছেন তাই তার দণ্ড মুকুবের একমাত্র ক্ষমতা আছে রাষ্ট্রের। এখন রাষ্ট্রই তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন- নারদে ববিদের চার্জশিটে সায়, টুইটে ঢাক পেটালেন ধনকড়

Advt

Previous articleঠান্ডাঘরে বসে যাই বলুন, শ্রমজীবী ক্যান্টিন চলবে
Next articleসাধনের আসাধ্য সাধন: দুই ঠাকুরের পরিচয়স্থলে ঠাকুর প্রণাম