নারদ : ফের শুনানি বৃহস্পতিবার, আজও মুক্তি পেলেন না ৪ হেভিওয়েট নেতা

বুধবারও জেল হেফাজতের বাইরে আসতে পারলেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়৷

নারদ-মামলায় গত সোমবার থেকে বিচারবিভাগীয় হেফজতে থাকা এই ৪ হেভিওয়েট নেতার জামিনের আর্জির শুনানি বুধবার শেষ হয়নি৷ আগামীকাল বেলা ২টোয় ফের শুনানির সময় নির্দিষ্ট করেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
বুধবার প্রায় প্রায় আড়াই ঘণ্টা ধরে হাইকোর্টে নারদ মামলার শুনানি চলে৷ হেফাজতে থাকা ৪ নেতার জামিনের উপর কলকাতা হাইকোর্ট গত সোমবার যে স্থগিতাদেশ জারি করেছিল, তা প্রত্যাহার করার আবেদন জানান তাঁদের আইনজীবীরা৷ সেই আবেদন নিয়ে কোনও নির্দেশই দেয়নি আদালত৷ ফলে, বুধবারের ওই ৪ নেতা-মন্ত্রীকে সংশোধনাগার অথবা হাসপাতালেই থাকতে হবে৷

Advt

Previous articleনারদকাণ্ডে ৪ গ্রেফতারির পর অভিযুক্ত সাংসদরা আইনী রক্ষাকবচ নেবেন কি? বাড়ছে জল্পনা
Next articleকরোনাবিধি ভেঙে রাজ্যের চার নেতা – মন্ত্রীকে গ্রেফতার, সিবিআই -এর নামে এফআইআর চন্দ্রিমার