“দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ

করোনা আবহে গত বছরের মতো এবারও ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের (Foundation Day) মূল অনুষ্ঠান ভার্চুয়াল হবে। মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abishek Banerjee)। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রিয় কর্মসূচি। তিনি নিজেও ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতির মূল স্রোতে পা রেখেছিলেন। তাই প্রতি বছরই ২৮ অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে খুব সাড়ম্বরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করেন মুখ্যমন্ত্রী। যদিও গত বছর তা ভার্চুয়ালি হয়। এবারও তাই।

দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার তৃণমূল সুপ্রিমোর তাঁর প্রিয় ছাত্র-যুবদের জন্য ভার্চুয়ালি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ রাজ্য নেতৃত্ব গোটা রাজ্য চষে ফেলেছেন। ২৮ অগাস্টকে সামনে রেখে প্রতিটি জেলায় জেলায় প্রচার করেছেন তাঁরা। মূলত এবার প্রতিষ্ঠা দিবসে ডিজিটাল প্লাটফর্মকে হাতিয়ার করছে তৃণমূল ছাত্র নেতৃত্ব। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ”দেশ বাঁচাবে মমতা” টিজার লঞ্চ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যেখানে গান গেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য পূরব চক্রবর্তী। এছাড়াও এবারের ২৮ অগাস্টের জন্যে জেলায় জেলায় গান বেঁধেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। প্রতিটি জেলার সিগনেচার টিউন হিসাবে যা ব্যবহার হচ্ছে। ভার্চুয়ালি এবারের কর্মসূচীকে ট্রেন্ডিং করতে চায় জোড়া ফুল শিবির।

অন্যদিকে, ২৮ অগাস্টের অনুষ্ঠান নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন দলের সমস্ত তারকা বিধায়করা-সাংসদরা। রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, লাভলি মৈত্র, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, নুসরত জাহানের মতো তারকারা ইতিমধ্যেই দলীয় কর্মসূচীতে তাদের বক্তব্য জানিয়েছেন।

আরও পড়ুন:ডোমের পরীক্ষায় ৩৫ এর মধ্যে ৩৪ নম্বর পেয়ে প্রথম রাজ মল্লিক,আছেন স্নাতকোত্তর–ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও!

 

Previous articleডোমের পরীক্ষায় ৩৫ এর মধ্যে ৩৪ নম্বর পেয়ে প্রথম রাজ মল্লিক,আছেন স্নাতকোত্তর–ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও!
Next articleএকলাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৫০ শতাংশের বেশি আক্রান্ত কেরলেই