Fc Goa: গোয়ার কোচের পদ থেকে পদত্যাগ জুয়ানের, ক্ষুব্ধ গোয়া কর্তারা

সোমবার এফসি গোয়ার পক্ষ দেকে সরকারিভাবে ঘোষণা করা হয়। আর এতেই কার্যত স্পষ্ট এটিকে মোহনবাগানের পরবর্তী কোচ হচ্ছেন তিনি।

এফসি গোয়ার ( Fc Goa) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্ডো (Juan Ferrando)। সোমবার এফসি গোয়ার পক্ষ দেকে সরকারিভাবে ঘোষণা করা হয়। আর এতেই কার্যত স্পষ্ট এটিকে মোহনবাগানের পরবর্তী কোচ হচ্ছেন তিনি।

এদিন জুয়ান ফেরান্ডোর সরে যাওয়া নিয়ে এফ.সি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল রবি পুস্কুর বলেন, “আমরা জুয়ানকে হারিয়ে খুব হতাশ। তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটি আমাদের কাছে অপ্রত্যাশিত এবং তার এই সিদ্ধান্তে আমরা সবাই হতভম্ব। বিশেষ করে ফেরান্ডোর সিজনের মাঝপথে ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে আমরা যথেষ্টই হতাশ। রবিবার সকালে ফেরান্ডোর ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশের আগে পর্যন্ত আমরা পুরোটাই অন্ধকারে ছিলাম। যাইহোক আমি জুয়ানকে তার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা জানাই।”

শনিবারই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। তারপরই বাগানের পরবর্তী কোচ হিসাবে নাম উঠে আসে জুয়ানের। আর সোমবারই গোয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কার্যত স্পষ্ট বাগানে আসতে চলেছেন তিনি। যদিও এখনও পযর্ন্ত এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। আগামীকাল নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামছে বাগান ব্রিগেড।

আরও পড়ুন: India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতিতে ব‍‍্যস্ত টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

Previous articleDrama Festival: পাঁচে পা সরস্বতী নাট্যোৎসবের, বর্ষশেষে জমজমাট আটদলের নাটক
Next articleAbhishek Banerjee: জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের ত্রিপুরা সফরে অভিষেক