India Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চাপে ভারত, প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান

ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন অনবদ্য ব্যাটিং করছে প্রোটিয়ারা।

ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে চাপে ভারত। প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান।

তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ভারতের রান থামল ২৬৬। ব‍্যাট হাতে এদিন ভারতকে ভরসা দিলেন দীর্ঘদিন রান না পাওয়া চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। ৫৩ রান করলেন পুজারা। রাহানে করলে ৫৮ রান। ৪০ রান করে অপরাজিত হানুমা বিহারী। তবে এদিন ব‍্যাট হাতে হতাশ করলেন ঋষভ পন্থ। শূন‍্য রান করলেন তিনি। ২৮ রান করলেন শার্দুল ঠাকুর। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন রাবাডা, লুঙ্গি এনগিডি এবং জনসেনের। একটি উইকেট নেন ওলিভিয়ার।

ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন অনবদ্য ব্যাটিং করছে প্রোটিয়ারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। শুরু থেকে যশপ্রীত বুমরাহ, শামিদের বোলিং সামলে ইনিংসের হাল ধরে রেখেছেন তিনি। ৪৬ রানে অপরাজিত তিনি। ৩১ রানে আউট মাক্রাম। কিগান পিটারসেন করেন ২৮ রান। ১১ রানে অপরাজিত দাসেন। ভারতের হয়ে একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরের।

আরও পড়ুন:Icc test Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি রাহুলের, দু’ধাপ নামলেন অধিনায়ক কোহলি

Previous articleDev-Rukmini: আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত দেব, ফের পজিটিভ রুক্মিণী, আক্রান্ত মিমিও
Next articleAtk Mohunbagan: এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির কাছে আটকে গেল বাগান ব্রিগেড