Tiger:ফের গোসাবার লোকালয়ে বাঘের হানা,আতঙ্কে গ্রামবাসীরা

ফের গোসাবায় বাঘের হানা। মঙ্গলবার সকালে গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায়। গ্রামের নদীর পাড় সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকেই গ্রামবাসীদের নজরে আসে বাঘের একাধিক পায়ের ছাপ ।স্থানীয় এক বাসিন্দার গোয়ালঘরে ঢুকে গরু-ছাগল মেরেছে দক্ষিনরায়। লোকালয়ের ভেতরে বাঘের হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বনকর্মীরা।

আরও পড়ুন:Weather Forecast: মেঘের আড়ালে লুকিয়ে তিলোত্তমা, আজ থেকেই বৃষ্টি

জানা গিয়েছে, সুন্দরবনের পীরখালির জঙ্গল থেকে বাঘ বেরিয়ে পঞ্চমুখানি নদী সাঁতরে লোকালয়ে ঢুকেছে। আজ ভোরে স্থানীয় এক বাসিন্দার বাড়ির গোয়ালে ঢুকে বাঘ তিনটি ছাগল ও একটি গরুকে মেরেছে বলে অভিযোগ। এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে।প্রাণ বাঁচাতে বন দফতরের খবর দেন গ্রামবাসীরা। আতঙ্কের প্রহর গুনছেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যা রেঞ্জের বন কর্মীরাl গিয়েছেন স্থানীয় বিধায়ক সুব্রত মন্ডলও।

ইদানীং লোকালয়ে বাঘ ঢোকার প্রকোপ বেড়েছে।বাঘবন্দির খেলার আগেও সাক্ষী থেকেছেন সুন্দরবনবাসী। গোসাবার লোকালয়ে ঢোকা বাঘ কতক্ষণে বন দফতরের হাতে ধরা দেয় এখন সেটাই দেখার।

Previous articleWeather Forecast: মেঘের আড়ালে লুকিয়ে তিলোত্তমা, আজ থেকেই বৃষ্টি
Next articleকরোনা আবহে ২২ শে পুরভোট কি সম্ভব? আজ হাইকোর্টের দিকে তাকিয়ে সব পক্ষ