১৫ বছরে অখণ্ড ভারত হবে : আরএসএস প্রধানের কথায় সমালোচনার ঝড়

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, সনাতন ধর্মই হিন্দু রাষ্ট্র। ১৫ বছরের মধ্যে আবার অখণ্ড ভারত হবে। তিনি বলেন, সাধুরা জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে বলেছেন যে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ভারত আবার একত্রিত হবে, তবে আমরা যদি এই কাজটির জন্য দ্রুত প্রচেষ্টা করি তবে আগামী ১০-১৫ বছরের মধ্যে এটি সম্পূর্ণ হবে। এতে যে বাধা হয়ে দাঁড়াবে, সে বিনষ্ট হবে। আরএসএস প্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত পাল্টা আঘাত করে বলেছেন, “প্রথমে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে অন্তর্ভুক্ত করতে হবে এবং তারপরে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অন্যান্যদেরও অখণ্ড ভারতের সঙ্গে যুক্ত করতে কেউ বাধা দেবেনা। কিন্তু প্রতিশ্রুতি পূরণে ১৫ বছর কেন, ১৫ দিনে নয় কেন ?” হরিদ্বারে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সঙ্ঘ প্রধান বলেন, ‘১৫ বছরের মধ্যে ভারত আবার একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। আমরা অহিংসার কথা বলব, কিন্তু এ কথা বলার সময় হাতে লাঠি রাখব।” মোহন ভাগবতের বক্তব্য প্রকাশ হতেই শুধুমাত্র সঞ্জয় রাউত-ই নয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আরএসএস প্রধানের বক্তব্য নিয়ে কটূক্তি শুরু করেছেন।কিশোর মহাজন নামে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন যে সনাতন ধর্ম হিন্দু জাতি, কিন্তু তাতে দলিত আদিবাসী ও বহুজন সমাজের ভূমিকা কী হবে? আমরা এই চিন্তা নিয়ে হিন্দু রাষ্ট্রের ধারণার বিরোধিতা করি। কবি গুর্জার নামে এক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘আপনি কি অখণ্ড ভারতের অর্থ জানেন নাকি কথা বলতে জানেন?’ অশোক শেখাওয়াত নামে এক ব্যবহারকারী লিখেছেন, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং অন্যান্য সমস্যায় কিছুই করা যাবে না। শুধু হিন্দু রাষ্ট্র করতে হবে। স্বামী নামের এক ব্যবহারকারী লিখেছেন- মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের বিষয়ে কথা বলুন। এখন আর শুধু হিন্দু মুসলমানের কথা নয়।

 

Previous articleSachin Tendulkar: সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম জন্টির, ভাইরাল ভিডিও
Next articleশীঘ্রই চালু হবে স্কাইওয়াক: রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রীর