করোনা নিয়ে ভয় নেই, তবে পরতে হবে মাস্ক: পরামর্শ মুখ্যমন্ত্রীর

করোনা নিয়ে ভয় না থাকলেও, সকলকে মাস্ক পরার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, নবান্নে (Nabanna) স্বাস্থ্য দফতরের আধিকারিক, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আপাতত করোনা নিয়ন্ত্রণে আছে। এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে, সকলকে মাস্ক (Mask) পরতে অনুরোধ করব। হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের (Oxygen) পরিষেবা রয়েছে। চিন্তা করার কিছু নেই।“

তবে, সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন মমতা। বলেন, মাস্ক, স্যানিটাইজর ব্যবহার করতে হবে। এছাড়া রাজ্যে করোনার টিকাকরণের বিষয়টি নিয়ে তিনি বলেন, এখনও কয়েকটি জেলায় টিককারণের পরিমাণ কম রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও মালদহে প্রথম ডোজের পরিমাণ কেন কম, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় ডোজে পিছিয়ে জলপাইগুড়ি, মালদহ, বীরভূম, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা। এই নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা। জেলাগুলিতে যাতে টিকাকরণের ডোজ যথেষ্ট পরিমাণে হয়, সে বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, উত্তর চব্বিশ পরগনার যে সব জায়গা থেকে ডেঙ্গু ছড়ায়, সেখানে নজর দিতে বলা হয়েছে এদিনের বৈঠকে।

আরও পড়ুন- রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ ঐতিহাসিক: স্বাগত জানিয়ে আইন বাতিলের দাবি সুজাত ভদ্রর

 

Previous articleরাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ: লক্ষ্মণরেখা দেখালেন রিজিজু, ‘ঐতিহাসিক’ মত তৃণমূলের
Next articleমোলাকাই চ্যানেল জয়ী সায়নীকে “বিশেষ সম্মান” জানিয়ে অভিনন্দন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের