SSC-কে খোলনলচে বদলানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর, শীর্ষ পদে আসছেন IAS আধিকারিক

SSC নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্যসরকার(State Govt)। স্কুল সার্ভিস কমিশনকে খোলনলচে বদলে ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। যার জেরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বদলে সেই জায়গায় কোনও আইএএস(IAS) আধিকারিককে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এবিষয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন SSC-কে খোলনলচে বদলে ফেলার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এসএসসির দায়িত্বে থাকা একাধিক পদাধিকারিকে সরিয়ে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।




Previous articleদু’ একজনের ভুল কাজের জন্য সরকারকে দায়ী করা ঠিক নয় : কুণাল
Next articleদেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল উৎক্ষেপণ