অজানা লিঙ্কের বিষয়ে সতর্ক থাকুন, বার্তা কলকাতা পুলিশের

মোবাইলে আসা অজানা লিঙ্ক, এছাড়াও প্লে স্টোরে থাকা একাধিক চিনা অ্যাপ থেকে সাবধান থাকার বার্তা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সাইবার ক্রাইম বিষয়ে মানুষকে সাবধান করার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। এছাড়াও এই ধরণের প্রতারণার ফাঁদে দেখলেই স্থানীয় থানা বা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার আরও বলেন, ‘চাইনিজ লোন অ্যাপ, সিইএসসি বিল বকেয়া সংক্রান্ত প্রতারণার ফাঁদে অনেকে পা দিয়েছেন। আমরা এগুলোর মধ্যে কিছু অভিযোগের তদন্ত শুরু করেছি। অনেকেই ফোনে মেসেজ বা বিকৃত ছবি দেখলে তা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন। আর এতেই সুবিধা পেয়ে যাচ্ছে প্রতারকরা। আসছে হুমকি। এই ধরণের মেসেজে আতঙ্কিত না হয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পাশাপাশি সিইএসসি-র (CESC) বিল বকেয়া নিয়েও যে বার্তা আসছে, সেগুলিও এড়িয়ে চলার পরামর্শ দেন সিপি।

আরও পড়ুন- Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

Previous articleমেহুলিকে শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর
Next articleগাঁটছড়া! সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ট ছবি পোস্ট ললিত মোদির, বিয়ে সারা?