Entertainment: ঘোষণা হল ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, সেরা অভিনেতা রণবীর

সেরা পরিচালক থেকে শুরু করে সেরা পপুলার চয়েস ছবির পুরষ্কার পেয়েছে 'শেরশাহ'। কিংবদন্তি পরিচালক সুভাষ ঘাইকে লাইফটাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করা হয়েছে।

বিনোদনের মঞ্চে তারকার হাট। এবার বলিউড সিনেমার স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে কিংবদন্তিদের উজ্জ্বল উপস্থিতি। মঙ্গলবার অনুষ্ঠিত হল ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২ (67th Film fare Awards 2022 )। আর সেখানেই সেরা অভিনেতার শিরোপা পেলেন রণবীর সিংহ (Ranveer Singh), সেরা অভিনেত্রী কৃতী শ্যানন (Kriti Sanon)। বলিউডের ঝাঁ চকচকে অনুষ্ঠান মঞ্চে হিন্দি সিনেমার তারকাদের পাশাপাশি ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায়।

কত কয়েক বছর ধরে দক্ষিণী ছবির দাপটে কার্যত দিশেহারা বলিউড (Bollywood) । অনেক ভাল সিনেমাও সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। তারই মাঝে বেশ কিছু ছবি নজর কেড়েছে সমালোচক থেকে শুরু করে দর্শকদের। এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাঁদের হাতেই তুলে দেওয়া হল সেরার সম্মান। মঙ্গলবার ৩০ অগাস্ট ২০২২ এ অনুষ্ঠিত হল ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস (67th Filmfare Awards 2022 )। এই বছর কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয়ের কারণে রণবীরের ঝুলিতে হাজির সেরা অভিনেতার সম্মান। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ জেতার গল্প উঠে এসেছে এই ছবিতে। কপিল দেবের চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন রণবীর। অন্যদিকে মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন কৃতি স্যানন। সারোগেট মাদারের চরিত্রে নজরকাড়া অভিনয়ের জন্যই এই পুরষ্কার। সবচেয়ে বেশি ব্ল্যাক লেডি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ানা আডবানীর ছবি ‘শেরশাহ’। সেরা পরিচালক থেকে শুরু করে সেরা পপুলার চয়েস ছবির পুরষ্কার পেয়েছে ‘শেরশাহ’। কিংবদন্তি পরিচালক সুভাষ ঘাইকে লাইফটাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করা হয়েছে। এক নজরে রইল তালিকা :

সেরা অভিনেতা – রণবীর সিংহ
সেরা অভিনেত্রী – কৃতী শ্যানন
সেরা অভিনেতা – ভিকি কৌশল ( ‘সর্দার উধম’)
সেরা অভিনেত্রী – বিদ্যা বালান (‘শেরনি’ )
সেরা ছবি – ‘শেরশাহ’
সেরা পরিচালক – বিষ্ণুবর্ধন
সেরা ছবি (ক্রিটিকস চয়েস) – ‘সর্দার উধম’
সেরা সহ অভিনেতা – ‘মিমি’ ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠী
সেরা সহ অভিনেত্রী – ‘মিমি’ ছবির জন্য সাই তামহাকর
সেরা গল্প – অভিষেক কপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে
সেরা সংলাপ – দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার (‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’)
সেরা স্ক্রিনপ্লে – ‘সর্দার উধম’ ছবির ডন্য শুভেন্দু ভট্টাচার্য ও রীতেশ শাহ
সেরা গায়ক – ‘শেরশাহ’ ছবির ‘মন ভরেয়া ২.০’ গানের জন্য বি প্রাক
সেরা গায়িকা – ‘শেরশাহ’ ছবির ‘রাতাঁ লম্বিয়া’ গানের জন্য আসিস কৌর
সেরা কোরিওগ্রাফি – ‘অতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়
সেরা আবহ সঙ্গীত – ‘সর্দার উধম’ ছবির জন্য শান্তনু মৈত্র
সেরা ভিএফএক্স: বোজেপি মেইন রোড পোস্ট এনওয়াই ভিএফএক্সওয়ালা এডিট এফএক্স স্টুডিও (সর্দার উধম)
সেরা সাউন্ড ডিজাইন: দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল (সর্দার উধম)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড – সুভাষ ঘাই

Previous articleকলকাতায় হোমস্টে: নয়া পরিষেবা চালু করল পুরসভা, মানতে হবে কী কী শর্ত
Next articleবাল্যবিবাহ রোধে নারী সেজে গ্রামে গ্রামে ঘোরেন হেডমাস্টারমশাই !