স্বপ্ন বিক্রি করতে আসিনি, সভাপতি পদে এসে জানিয়ে দিলেন কল‍্যাণ চৌবে

গত শুক্রবারই নির্বাচিত ভোটে এআইএফএফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল‍্যাণ চৌবে।

সদ‍্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি হয়েছেন কল্যাণ চৌবে ( Kalyan Chaubey)। আর দায়িত্ব নিয়ে আগামীর পরিকল্পনার কথা জানিয়ে দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, স্বপ্ন বিক্রি করতে তারা আসেনি। তিনি বলেন, কখনই বলব না, আগামী আট বছরেই বিশ্বকাপ খেলব। অবাস্তব প্রতিশ্রুতি দিতে রাজি নই।

 

গত শুক্রবারই নির্বাচিত ভোটে এআইএফএফের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল‍্যাণ চৌবে। আর দায়িত্ব নিয়ে তিনি বলেন,” ভারত বিশ্বকাপ খেলবে, এমন কিছু বলার জন্য এই পদে আসিনি আমি। আমরা কাউকে স্বপ্ন বিক্রি করব না। কখনই বলব না, আমরা প্রচুর অ্যাকাডেমি তৈরি করেছি এবং আগামী আট বছরেই বিশ্বকাপ খেলব।”

 

এরপাশাপাশি তিনি আরও বলেন, আমি অন্তত ১০০-র বেশি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধনে উপস্থিত থেকেছি। সব জায়গাতেই বলা হয়, এই বাচ্চারা আট বছর পর বিশ্বকাপ খেলবে। কিন্তু, বাস্তবে এমন কখনও হয় না। আমরা কোনও প্রতিশ্রুতি দিতে চাই না। তবে এখন ভারতীয় ফুটবল যে জায়গায় রয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাব আমরা। কতটা এগিয়ে যাওয়া সম্ভব, সেটা খতিয়ে দেখতে হবে। আমরা স্বপ্ন বিক্রি করতে রাজি নই।”

আরও পড়ুন:কেন ইডেনে ব‍্যাট হাতে মাঠে দেখা যাবে না মহারাজকে? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

 

Previous articleক্ষমতা থাকলে অভিষেকের বিরুদ্ধে মামলা করুন, অডিও ক্লিপের ফরেন্সিক হোক: শুভেন্দুকে তোপ কুণালের
Next articleহে মোর দুর্ভাগা দেশ, উৎপল সিনহার কলম