হিমাচলে খাদে যাত্রীবাহী গাড়ি, মৃত ৭, জখম বহু

ফের যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় একাধিক মৃত্যু। জখম বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা হিমাচলপ্রদেশের। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী যান। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন কমপক্ষে ১০ জন।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে পাইলটকে মানতে নারাজ, মরুরাজ্যে সঙ্কটে কংগ্রেস, ইস্তফা দিলেন ৯০ বিধায়ক

পুলিশ সূত্রে খবর, গাড়িটি দুর্ঘটনার সময় কুলুর বাঞ্জার উপত্যকার ঘিয়ালি এলাকার ৩০৫ নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মধ্যরাতে প্রশাসন ও পুলিশের তরফে দুর্ঘটনার কথাটি সরকারিভাবে জানানো হয়।

রাতেই খবর পেয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও রাজ্য সরকারের বিশেষ উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় বাঞ্জার হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের কুলুর হাসপাতালে স্থানান্তরীত করা হয়। জানা গিয়েছে, ওই গাড়িটিতে মূলত হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ও দিল্লির বাসিন্দা ছিলেন। প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আহদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।

Previous articleমুখ্যমন্ত্রী পদে পাইলটকে মানতে নারাজ, মরুরাজ্যে সঙ্কটে কংগ্রেস, ইস্তফা দিলেন ৯০ বিধায়ক
Next article“নিচুজাতে”র চিকিৎসকের হাতে ময়নাতদন্ত! মৃতদেহ সৎকারে এগিয়ে এলো না পরিবারও