বছর শুরুতে ছাঁটাই ওলায়, চাকরি গেল ২০০ কর্মীর

গত বছর একসঙ্গে ১১০০ কর্মী ছাঁটাইয়ের পর নতুন বছরের প্রথম মাসে ফের ছাঁটাইয়ের পথে হাটল অ্যাপ ক্যাব(APP CAB) সংস্থা ওলা(OLA)। জানা গিয়েছে, ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে ছাঁটাই করা হয়েছে এই কর্মীদের।

এই ছাঁটাই প্রসঙ্গে সংস্থার তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা। পাশাপাশি উন্নত পরিসেবার বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছে এই সংস্থা। অ্যাপ ক্যাব পরিষেবার পাশাপাশি ইভি ক্যাব পরিষেবা শুরু করতে চলেছে ওলা। সেরা চালকদের নেওয়ার পাশাপাশি জিরো ক্যানসেলেশন ও ১০০ শতাংশ অনলাইন পেমেন্টও চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনেক সময়ই গন্তব্য জানার পরে গাড়ির চালকরা যাত্রাটি ক্যানসেল করে দেন। কিংবা নগদ টাকা দেওয়ার জন্যও চাপ দিতে থাকেন। এই ধরনের বিষয়কে পুরোপুরি বন্ধ করতে তৎপর ওলা। এই সবকিছুর সঙ্গেই ওলা স্কুটারে জোর দিচ্ছে সংস্থাটি।

Previous articleফের দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি!
Next articleঅনামিকার পাশে কমিশন, মন্ত্রীকন্যার জায়গায় নিয়োগ পাওয়া ববিতার চাকরি এবার প্রশ্নের মুখে!