ডার্বির রং লাল-হলুদ, ডেভলপমেন্ট লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল লাল-হলুদের ছোটদের। লাল-হলুদের হয়ে জোড়া গোল কুশ ছেত্রীর।

অবশেষে ডার্বির রং লাল-হলুদ। বড়দের ডার্বিতে একের পর এক ব্যর্থতার পর, এবার ডেভলপমেন্ট লিগে জয় পেল ইস্টবেঙ্গল। তাও আবার ২-০ গোলে। নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার দুপুরে এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল লাল-হলুদের ছোটদের। লাল-হলুদের হয়ে জোড়া গোল কুশ ছেত্রীর।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৩৪ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন কুশ। উইং থেকে মহম্মদ রোশালের ভেসে আসা ক্রস ধরেন কুশ ছেত্রী। ইস্টবেঙ্গল মিডফিল্ডারের শট গোলে ঢুকে যায়। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধেও ফর্মে ফিরতে পারেনি মোহনবাগান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে লাল-হলুদ ব্রিগেড। আবারও গোল করেন কুশ। মহম্মদ রোশালের পাস থেকে বল পান আমন্ড টিকে। তাঁর ক্রস থেকে ফের গোল করে যান কুশ ছেত্রী। ৬০ মিনিটে দ্বিতীয় গোল করেন তরুণ মিডফিল্ডার। তাঁর করা দুই গোলেই ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখল। টানা সাত ডার্বি হারের পর অবশেষে জয় পেল লাল-হলুদ।

আরও পড়ুন:২০২০-তেই খেলা দেখে মন কেড়েছিল ধোনির, এই তরুণ ক্রিকেটারকে চিঠি লিখেছিলেন মাহি

 

 

Previous articleসব কূল হারিয়ে মুকুল এখন বড় একা, না ঘর কা-না ঘাট কা!
Next articleনবান্নে ডিএ বৈঠক নিষ্ফলা, ৬ মে কলকাতায় মহামিছিলের ডাক যৌথ মঞ্চের