দিল্লির কাছে হারের দায় নিজের ঘাড়েই চাপালেন নাইট অধিনায়ক

এদিকে বোলারদের প্রশংসা করেন নীতীশ রানা। এই নিয়ে তিনি বলেন, “বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় পরের ম্যাচগুলি আমাদের জন্য ভালো হবে।

বৃহস্পতিবার দিল্লি ক‍্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১২৭ রানে অল আউট হয় নাইটরা। আর এই হারে হতাশ কেকেআর অধিনায়ক নীতীশ রানা। আর এই হারের দায় নিজের ঘাড়েই নিলেন কলকাতা অধিনায়ক।

এই নিয়ে ম্যাচের পর নীতিশ রানা বলেন,”আমার মনে হয় এই কঠিন পিচে আমরা ১৫-২০ রান কম তুলেছি। এর দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। আমার সেই সময়ে থাকাটা উচিত ছিল।”

এদিকে বোলারদের প্রশংসা করেন নীতীশ রানা। এই নিয়ে তিনি বলেন, “বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয় পরের ম্যাচগুলি আমাদের জন্য ভালো হবে। আমরা ম্যাচটিকে গভীরে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পাওয়ারপ্লেতে ওরা খুব ভালো খেলে দিয়েছে। সেখানেই ওরা ম্যাচ জিতে গিয়েছে। আমাদের একটি দল হিসেবে ভালো খেলতে হবে। আমাদের বল করতে হবে। যদি আমরা আমাদের সমস্যাগুলো মেটাতে পারি, তাহলে আরও ভালোভাবে লড়াই দিতে পারব।

আরও পড়ুন:লিটনের অভিষেকের রাতে হারল কলকাতা, ৪ উইকেটে দিল্লির প্রথম জয়

 


 

Previous articleফের দিল্লি কোর্টের মধ্যেই শু.টআউট! প্রশ্নের মুখে আদালতের নিরাপত্তা
Next articleসাংসদ সৌগত রায়ের স্ত্রী প্রয়াত,শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর