প্রশ্নের মুখে যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! প্রকাশ্যে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে গু.লি

ফের প্রশ্নের মুখে পড়ল যোগী রাজ্যের আইনশৃঙ্খলা! এবার প্রকাশ্যে স্বশস্ত্র দুষ্কৃতীরা হামলায় গুলিবিদ্ধ হলেন ভীম আর্মি ও আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ (Chandra Shekhar Aazad)। উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা। জানা গিয়েছে বুধবার বিকেলে উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে এক জনসভায় যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় আজাদকে নিয়ে গিয়ে স্থানীয় সিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে সাহারানপুরের দেওবন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চন্দ্রশেখর আজাদের। তিনি একটি গাড়িতে ছিলেন। অন্য গাড়িতে ছিলেন তাঁর সমর্থকরা। আচমকাই চন্দ্রশেখর আজাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুস্কৃতীরা। প্রাণে বাঁচলেও গুলি তার শরীর ঘেঁষে বের হয়ে যাওয়ায় জখম হন আজাদ। দুস্কৃতীরা হরিয়ানা নম্বরের একটি গাড়িতে করে এসেছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। স্থানীয় রাস্তাঘাট সিল করে দিয়ে দুস্কৃতীদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় ফের একবার উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরএলডি সহ বিভিন্ন দল যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থতাকেই এর জন্য দায়ী করেছে।

আরও পড়ুন- কর্নাটকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর কা.জিয়া, প্রশ্নের মুখে সরকারের স্থায়িত্ব

Previous articleকর্নাটকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীর কা.জিয়া, প্রশ্নের মুখে সরকারের স্থায়িত্ব
Next articleউল্টোরথে ম.র্মান্তিক দু.র্ঘটনা! বিদ্যুতের তারের সংস্পর্শে রথে আ.গুন, মৃ.ত ৬