বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও জয় ভারতের, লজ্জার নজির হরমনপ্রীতের

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল হরমনপ্রীত কৌরের দল। এদিন দ্বিতীয় টি-২০ ম‍্যাচে বাংলাদেশকে হারাল ৮ রানে। সিরিজের ফলাফল ২-০। ম‍্যাচ জিতলেও হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় দলের। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে শতরানের গণ্ডিও পার করতে পারল না টিম ইন্ডিয়া। লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। তাসের ঘরের মতন ভেঙে যায় ভারতের ব‍্যাটিং লাইন। বাংলাদেশের বোলারদের দাপটে ভারতের কোনও ব্যাটারই ২০ রানও টপকাতে পারলেন না। ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান শেফালি ভর্মার। ১৩ রান স্মৃতি মান্ধনার। আর এই ম্যাচে গোল্ডেন ডাক করে লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। চারে ব্যাট করতে নেমেছিলেন হরমনপ্রীত। শেফালি ফেরার পরের বলেই সুলতানা বোল্ড করেন ভারত অধিনায়ককে। প্রথম বলেই তিনি সাজঘরে ফিরে যান। গোল্ড ডাক করে লজ্জার নজির গড়েন হরমনপ্রীত। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ ম্যাচে গোল্ডেন ডাক করলেন ভারত অধিনায়ক। এর আগে ভারতের কোনও অধিনায়ক বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে গোল্ডের ডাকের নজির গড়েননি। বাংলাদেশের ৩ উইকেট সুলতানা খাতুন।  ফাহিমা খাতুন নেন ২ উইকেট নেন। মারুফা আখতার, নাহিদা আখতার, রাবেয়া খান ১টি করে উইকেট নেন।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান নিগার সুলতানার। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন দিপ্তী শর্মা এবং শেফালি ভর্মা। দুটি উইকেট মিন্নু মানি। একটি উইকেট অনুশা।

আরও পড়ুন:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে অনন্য নজিরের সামনে বিরাট, যা রয়েছে একমাত্র সচিনের

Previous articleসঞ্জয় মিশ্রের তৃতীয়বার ইডির ডিরেক্টর পদে মেয়াদ বৃদ্ধি ‘অবৈধ’: রায় শীর্ষ আদালতের
Next articleসিপিএমের প্রতীকে জেতার পরই উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ