৪০ বছরে পর… ব্রিকস সম্মেলন শেষে গ্রিস সফর দেশের প্রধানমন্ত্রীর

ব্রিকস(BRICS) সম্মেলন শেষে এবার গ্রিসে(Greece) পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুক্রবার সকালে গ্রিসের রাজধানী আথেন্সে পৌঁছন দেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ ৪০ বছর পর গ্রিস সফরে যেতে দেখা গেল ভারতের কোনও প্রধানমন্ত্রীকে(Prime Minister)। এর আগে ১৯৮৩ সালে গ্রিসে গিয়েছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী(Indira Gandhi)। জানা গিয়েছে এক দিনের এই সফরে গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদি একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে আথেন্স বিমানবন্দরে নামেন মোদি। গ্রিস সরকারের একাধিক কর্তাব্যক্তি তাঁকে স্বাগত জানান। বিদেশ মন্ত্রকের তরফে জানা গিয়েছে, মোদির এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তা ছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। জাহাজনির্মাণ শিল্প নিয়েও কোনও মউ স্বাক্ষর হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে। মোদির সম্ভাব্য সফরসূচি সম্পর্কে জানা গিয়েছে, শুক্রবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে দেখা করার পাশাপাশি গ্রিক প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। গ্রিক বণিকসভার সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা তাঁর। তা ছাড়া প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবার রাতের বিমানেই দিল্লি ফেরার কথা নরেন্দ্র মোদির।

Previous articleসোনার দোকানে ডাকাতির চেষ্টা, গু.লিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী
Next articleকাপলিং খুলে বিপত্তি! বড়সড় দু.র্ঘটনা এড়াল ভিস্তাডোম