নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির বুমরাহর, ভাঙলেন কপিল দেবের রেকর্ড

নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপে ২৮টি উইকেট ছিল বুমরাহর। বিশ্বকাপে কপিলেরও উইকেট ২৮টি। কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানকে আউট করেন বুমরাহ।

গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ভারতীয় দল। চলতি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। ব‍্যাট বলে ধারাবাহিকতা রাখে ভারতীয় দল। গতকাল কিউইদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন যশপ্রীত বুমরাহ। ভেঙে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবের নজির।

নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপে ২৮টি উইকেট ছিল বুমরাহর। বিশ্বকাপে কপিলেরও উইকেট ২৮টি। কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানকে আউট করেন বুমরাহ। আর সেই সুবাদে কপিলকে টপকে যান তিনি। এখন তাঁর উইকেটের সংখ্যা ২৯টি। তবে অনেক কম ম্যাচে কপিলের নজির ভেঙেছেন বুমরাহ। ২৮টি উইকেট নিতে ২৬টি ম্যাচ লেগেছিল কপিলের। সেখান মাত্র ১৪টি ম্যাচ খেলেই সেই নজির ভেঙেছেন যশপ্রীর বুমরাহ। বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটের তালিকায় শীর্ষে রয়েছেন জাহির খান এবং জাভাগাল শ্রীনাথ। ২৩টি ম্যাচে ৪৪টি উইকেট নিয়েছেন জাহির। শ্রীনাথও ৪৪টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি। মাত্র ১২টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে অনিল কুম্বলে।

আরও পড়ুন:সেরা ফিল্ডারের পুরস্কার দিতে গিয়ে ক্রিকেটারদের বের করে দিলেন ফিল্ডিং কোচ, ভিডিও পোস্ট BCCI-এর

 

Previous article২৪ ঘন্টায় গাজার ৩২০ জায়গায় এয়ার স্ট্রাইক ইজরায়েলের, হামাসের হাতে পণবন্দি ২২২
Next articleবৃষ্টিকে ব্যাকফুটে ফেলে নবমী নিশিতে উন্মাদনার ইনিংস!