রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নি.ষিদ্ধ ছট পুজো, বন্ধ হল গেট

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে বিভিন্ন ওয়ার্ডে মাটি খুঁ.ড়ে অস্থায়ী পুকুর তৈরি করে দেওয়া হয়েছে বলে খবর।

পরিবেশের কথা মাথায় রেখে বিগত কয়েক বছরের মতো এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) এবং বেলেঘাটার সুভাষ সরোবরে (Subhash Sarobar)এবারও নিষিদ্ধ ছট পুজো। আজ রাত ১০ টা থেকে ২০ তারিখ দুপুর দুটো পর্যন্ত রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকবে। জাতীয় পরিবেশ আদালতের (National Environment Court) নির্দেশ মেনে বন্ধ করা হল গেট। একই নির্দেশ বলবৎ করা হলো সুভাষ সরোবর।

দক্ষিণ এবং পূর্ব কলকাতার দুটি সরোবরের ছট পুজো নিষিদ্ধ হওয়ায় কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে। শুক্রবার KMDA এর তরফে দুই সরোবরের প্রবেশদ্বার বন্ধ থাকার ঘোষণা করা হয়। সেইমতো ব্যারিকেট করে আটকে দেওয়া হল গেট। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে বিভিন্ন ওয়ার্ডে মাটি খুঁড়ে অস্থায়ী পুকুর তৈরি করে দেয়া হয়েছে বলে খবর।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleছটপুজোর নি.রাপত্তা জোরদার করতে কলকাতায় অতিরিক্ত ৪ হাজার পুলিশ