জলপাইগুড়িতে মোদির সভাস্থল ভরবে তো? বেলা গড়াতেই চিন্তায় পদ্ম নেতারা

জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে(Election Campaign in Jalpaiguri) আসছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা সভা- প্রচার – বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনপ্রিয়তায় গলা শুকিয়ে গেছে গেরুয়া শিবিরের। এই অবস্থায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ধূপগুড়ি বিধানসভায় ময়নাতলি এলাকায় বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচার করতে আসতে হচ্ছে মোদিকে। প্রায় দেড় লক্ষ জমায়েতের টার্গেট দেওয়া হয়েছে স্থানীয় জেলা নেতৃত্বকে। কিন্তু সকাল থেকে সভাস্থল এতটাই ফাঁকা যে আশঙ্কার চোরাস্রোত বইছে পদ্ম নেতাদের মনে। আদৌ আসন ভরবে তো?

সকালে এক্স হ্যান্ডেলে বাংলায় জনসভার কথা উল্লেখ করেন খোদ প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে। ওখানে বিজেপির প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে।” কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো রেকর্ড জমায়েত সম্ভব হবে না বলে আশঙ্কা বিজেপি নেতাদের। সদ্য টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এর মধ্যেই রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত জেলার মানুষ। তাই প্রধানমন্ত্রীর জনসভায় কত মানুষ আসবেন সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে থাকার পর আজ পুরুলিয়াতে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোচবিহার থেকে জলপাইগুড়ি- যেভাবে তৃণমূলের সভায় মানুষের ভিড় উপচে পড়েছে তা দেখে পায়ের তলার মাটি সরে গেছে বিজেপির। সেই কারণেই আগেভাগেই প্রাকৃতিক দুর্যোগের বাহানা দিয়ে রাখতে চাইছেন পদ্ম নেতারা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Previous articleসৌগত রায়ের গাড়ি দুর্ঘটনার তদন্ত চেয়ে খড়দহ থানায় তৃণমূল
Next articleরাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে নজির বিরাটের