কথা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী, বার্নিশের ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকল বাড়ি তৈরির টাকা

কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তা প্রমাণ করলেন তিনি। ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ির বার্নিশ এলাকার ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকল ক্ষতিপূরণের টাকা। গত ১২ এপ্রিল ময়নাগুড়ির বার্নিশে কথা দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্তরা টাকা পাবে, ক্ষতিগ্রস্তদের টাকা দিয়ে সেই কথাই রাখলেন তিনি। সোমবার ঝড় বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের ঘর তৈরির জন্য দ্বিতীয় কিস্তির ৪০ হাজার টাকা ঢুকতে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

ঘর তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে খুশি ঝড় বিধ্বস্ত এলাকার মানুষেরা। ঝড় বিধ্বস্ত এলাকার বাসিন্দা মিন্টু মহম্মদ বলেন, আমাদের বিপদরে সময় পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়ের রাতেই মুখ্যমন্ত্রী এলাকায় এসেছিলেন। তিনি কথা দিয়েছিলেন আমাদের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। কথা রেখেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। বার্নিশের প্রত্যেকটি পরিবার ভীষণ খুশি।

ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুন্ডু বলেন, “সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবার ৫২৬টি, সবকটি পরিবারই টাকা পেয়ে গেছে। প্রথমে তারা ২০হাজার টাকা পেয়েছে এবং দ্বিতীয় ভাগে কাল ৪০ হাজার টাকা। অর্ধেক ক্ষতিগ্রস্ত পরিবারের ২৩১ টির মধ্যে ১৬৬টি পরিবারে ৫ হাজর টাকা করে ঢুকে গেছে। বাকি আছে ৬৫ টি পরিবার। তাদেরকে আজকে পাঠানো হয়েছে। আজকের মধ্যেই ঢুকে যাবে। উল্লেখ্য, নির্বাচন কমিশন ও মোদি সরকারের নিকৃষ্ট ষড়যন্ত্রের পরেও দুর্গতদের ক্ষতিপূরণের টাকা পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখল পশ্চিমবঙ্গ সরকার।

আগেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। সোমবার আক্রান্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪০ হাজার টাকা পাঠানো হয়। পরবর্তীতে আরও ৬০ হাজার টাকা দেওয়া হবে। টাকা পাওয়ার পরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বার্নিশ এলাকার বাসিন্দারা। তাংদের একটায় কথা রাজ্যের পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর পাশে রয়েছেন গোটা রাজ্যের মানুষ।

আরও পড়ুন- IPS ট্রেনিং চলাকালীন সিভিল সার্ভিসে প্রথম, ১,০১৬ জনের তালিকা প্রকাশিত

Previous articleIPS ট্রেনিং চলাকালীন সিভিল সার্ভিসে প্রথম, ১,০১৬ জনের তালিকা প্রকাশিত
Next articleমাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী