আইব্রুপোফেনের ভুল ডোজ! স্টিভেনস-জনসন সিন্ড্রোমে চরম হাল মহিলার

আইবুপ্রোফেনের ভুল ডোজের জেরে চরম অবস্থা ইরাকের এক মহিলার। সূত্রের খবর, বছর পঁয়তাল্লিশের ওই মহিলার মুখ ও চোখে একটি ছোট ফুসকুড়ি দেখা যায়। আর সেই সমস্যা নিয়েই তিনি ভর্তি হন হাসপাতালে। এরপরই চিকিৎসকরা অসুস্থ মহিলাকে আইবুপ্রোফেনের একটি ভুল ডোজ দিতেই বাধে বিপত্তি। ওষুধের ডোজের তারতম্যের কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার চোখ থেকে শুরু করে মুখ সবটাই আশ্চর্যজনকভাবে ফুলে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে মহিলার চোখ থেকে হলুদ পুঁজ বেরতে শুরু করে। পাশাপাশি তাঁর চোখ আশ্চর্যজনকভাবে লাল হয়ে যায় এবং ক্রমাগত তাঁর ঠোঁট হলুদ হতে শুরু করে।

এরপরই পরিস্থিতির আশ্চর্যজনকভাবে বদল হতেই মহিলার শরীরের একাধিক পরীক্ষা হয় সেখানে দেখা যায় ওই অ্যান্টি বায়োটিকের ভুল ডোজের কারণেই স্টিভেনস জনসন সিন্ড্রোম নামে একটি মারাত্মক চর্মরোগের শিকার হন ওই মহিলা। এক্স রে, বায়োপসি-সহ একাধিক পরীক্ষার পর তাঁর শারীরিক সমস্যার কারণ সামনে আসে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্টিভেনস-জনসন সিন্ড্রোম এমন একটি বিরল রোগ যা মানুষের ত্বকে প্রভাব ফেলে এবং সারা গায়ে লাল রঙের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। পাশাপাশি এই ফ্লুয়ের কারণে জ্বর, গলা ব্যথা এবং ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন সময় যত গড়াবে শরীরে ব্যাথা বাড়ে এবং পাল্লা দিয়ে সারা গায়ে বেরোতে থাকে ফুসকুড়িও। তবে এর জেরে মানুষের প্রাণহানির আশঙ্কা প্রবল বলেই মত চিকিৎসকদের।

আরও পড়ুন- রাজ্যের তালিকা মেনেই উপাচার্যদের নিয়োগ করতে হবে, রাজ্যপালকে মনে করালেন শিক্ষামন্ত্রী

 

Previous articleরাজ্যের তালিকা মেনেই উপাচার্যদের নিয়োগ করতে হবে, রাজ্যপালকে মনে করালেন শিক্ষামন্ত্রী
Next articleইরানের পর এবার রাতভর বোমাবর্ষণ ইরাকে! হামলার দায় অস্বীকার আমেরিকার