মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব পেলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চার্লস পিনগ্রোপ। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে তৃণমূল কংগ্রেস।

দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশে এই নিয়োগ করা হয়েছে। দলের দাবি, এই পদক্ষেপের ফলে মেঘালয় বিধানসভায় তৃণমূল আরও সক্রিয়, বলিষ্ঠ ও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপে মেঘালয়ের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে। চার্লস পিনগ্রোপের নেতৃত্বে বিরোধী শিবিরে নতুন উদ্যম দেখা দেবে বলেই অনেকে মনে করছেন।

আরও পড়ুন- সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

_

_

_

_

_

_

_
_