লক্ষ দীপাবলি শেষেই অযোধ্যায় ফুটে উঠল দারিদ্র আর অভক্তির চরম ছবি

Date:

Share post:

ঘটা করে দীপাবলির বিশ্ব রেকর্ড বানানোর চেষ্টা করেছিলেন যোগী আদিত্যনাথ। অযথাই জ্বলেছিল ২৬ লক্ষ প্রদীপ। দীপাবলির শেষ হতে না হতেই অযোধ্যায় (Ayodhya) ফুটে উঠল অভক্তি (apathy) ও দারিদ্র্যের (poverty) করুণ ছবি। যেখানে শ্রদ্ধার দীপাবলিতে (Diwali) জ্বালানো প্রদীপ জ্বলন্ত অবস্থাতেই ঝাঁট দিয়ে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গেল। দলে দলে স্থানীয় মানুষ জড়ো হলেন প্রদীপের তেল (oil) সংগ্রহ করতে।

ভক্তির নাম করে বিজেপি গোটা দেশে যে ধর্মের খেলা শুরু করেছে তার বড় উদাহরণ হয়ে দাঁড়াল অযোধ্যার দীপাবলি। দীপাবলির প্রদীপ জ্বালাতে ঘটা করে আহ্বান জানানো হল গোটা দেশ, এমনকি গোটা বিশ্বকে। অথচ সেই প্রদীপ জ্বলার কিছু সময় পরে উধাও সবার ভক্তি। প্রদীপের (lamp) শিখা নেভার আগেই শুরু হল প্রদীপ ঝাঁট দিয়ে ফেলে দেওয়ার কাজ। ভক্তি (devotion) উঠল শিকেয়।

প্রশাসনের কর্মীরা প্রদীপ (lamp) ঝাঁট দেওয়ার কাজ শুরু করতেই দলে দলে ভিড় করলেন স্থানীয় মানুষ। প্রদীপে যে বিপুল পরিমাণ সর্ষের তেলের (mustard oil) অপচয় হয়েছিল তার সদ্ব্যবহার করলেন তাঁরা। পাত্র, কৌটো, বোতলে দ্রুত সেই সব তেল ভরে নিয়ে গেলেন।

অযোধ্যায় ২৬ লক্ষ প্রদীপের দীপাবলি করা নিয়ে আগেই সরব হয়েছিলেন সমাজবাদী পার্টি (Samajwadi Party) সাংসদ অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এত প্রদীপ জ্বালানোর জন্য অর্থের অপচয়ের অভিযোগ তুলেছিলেন তিনি। কার্যত তাঁরই অভিযোগ সত্যি প্রমাণিত হল দীপাবলীর শেষে। আদতে বিজেপির এই উপাচারে যে কোনও ভক্তি ছিল না, সেটাও প্রমাণিত হল। সেই সঙ্গে প্রদীপের তেলে অর্থের অপচয় না করে, সাধারণ মানুষের প্রয়োজনে তা ব্যবহার যে কত প্রয়োজনীয় ছিল, তা প্রমাণিত হল উৎসবের শেষে।

আরও পড়ুন: সকালেই দিল্লি-মুম্বইয়ের থেকে ‘ভালো’ কলকাতা: শব্দবাজিতে গ্রেফতার ১৮০

উৎসবের শেষে তাই কটাক্ষ করতে ছাড়লেন না অখিলেশ (Akhilesh Yadav)। তিনি দাবি করেন, বাস্তব সত্য তো এই দৃশ্য। সেই দৃশ্য নয়, যা দেখিয়ে বাকিরা চলে গেল। আলোর পরের এই অন্ধকার ভালো নয়।

spot_img

Related articles

বেঙ্গালুরুতে কলকাতার মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

বেঙ্গালুরুতে ভাড়া বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় অভিযুক্তরা। নির্যাতিতা কলকাতার (Kolkata)...

ভাতৃদ্বিতীয়া: ভাইয়ের মঙ্গল কামনায় যমদুয়ারে ফোঁটা বোনদের

আলোর রাত পেরিয়ে আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা (Bhaiphota)। ভাইয়ের মঙ্গল আর দীর্ঘায়ু কামনায় তার কপালে চন্দনের ফোঁটা...

অপুষ্টিতে শিশুদের মৃত্যুমিছিল! ‘ডবল ইঞ্জিনে’ বিপন্ন মধ্যপ্রদেশ, তথ্য তুলে বিজেপিকে তোপ তৃণমূলের

বিজেপির ‘ডবল ইঞ্জিন সরকার’-এর অপদার্থতা, গাফিলতি আর অমানবিকতার কারণে শিশু ও নবজাতকের জীবন বিপন্ন — এমনই অভিযোগ তুলেছে...

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই...