Monday, November 3, 2025

ফের জাতীয় দলের ব্লেজার পরে ‘নস্টালজিক’ সৌরভ

Date:

Share post:

বিসিসিআইয়ের সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে আসীন হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার পূর্বনির্ধারিত দিন অনুযায়ী মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিলেন সৌরভ। বোর্ড সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানালেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম ক্রিকেট টিমের ব্লেজার পড়লাম। যখন দলের অধিনায়ক ছিলাম, তখন এটা পেয়েছিলাম। আজ ভাবলাম এই দিনে পরাই ভাল। কিন্তু পরে দেখলাম গায়ে বড় হচ্ছে। তবে বড় হোক বা ছোট, এর অনুভূতিই আলাদা। দারুণ লাগছে।’

হাসির ছলে এই মন্তব্য করার পর নয়া বোর্ড প্রেসিডেন্ট জানালেন যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্করণ প্রয়োজন। এ বিষয়ে তিনি বললেন, ‘যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি, সেভাবেই এখানেও নেতৃত্ব দেব। ভারতীয় ক্রিকেট দলের সংস্করণ প্রয়োজন। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই নতুন চ্যালেঞ্জ বেশ উপভোগ্য। সকলে পাশে থাকলে নিশ্চই সফলতা পাব।’

আরও পড়ুন – আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ

প্রসঙ্গত, আগামিকাল, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করবেন নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। আর তাই বিরাট কোহলির সঙ্গে তিনি কথা বলবেন এমনটাই জানালেন। এমনকি যে কোনও বিষয়ে অধিনায়ক হিসেবে কোহলিকে গুরুত্ব দেওয়ার কথাও শোনা গেল মহারাজের গলায়। তিনি কোহলি প্রসঙ্গে বললেন, ‘আমিও অধিনায়ক ছিলাম। তাই আমি জানি যে, বিরাট কতটা গুরুত্বপূর্ণ। তাই ওর সঙ্গে কথা বলব এবং ওর কী সাহায্য দরকার সেটাও জানব।’

এখানেই থামেননি সৌরভ। বর্তমান অধিনায়ক প্রসঙ্গে কথা বলার পাশাপাশি ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গে কথা বলতে ভুললেন না। ধোনি প্রসঙ্গে খোলাখুলি মন্তব্য করে সৌরভের সংযোজন, ‘চ্যাম্পিয়নরা কখনও শেষ হয় না। ধোনি কী করবে সেটা ওর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে বোর্ড।’

এর পাশাপাশি তিনি এও জানান যে, আইসিসির কাছে অনেক টাকা বিসিসিআইয়ের বকেয়া রয়েছে, যা পেতে আইসিসির সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। আগামী বছর আইপিএলের পাশাপাশি রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাই সে দিকেও নজর দিতে চান সৌরভ। তবে স্বার্থের সংঘাত ইস্যু নিয়ে বিশেষ নজর রয়েছে মহারাজের। স্বার্থের সংঘাতকে মাথায় রেখেই সাজানো হবে বোর্ড, এমনটাও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বোর্ডের দায়িত্ব নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন সৌরভ, তা বলাই যায়।

আরও পড়ুন – আজ ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ

spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...