ভারতের সামনে ১১৪ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ শনিবার টি-২০ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচ খেলছে ভারতের মেয়েরা৷ প্রথমে ফিল্ডিং করল ভারতীয় মহিলা দল৷মেলবোর্নের জাংশন ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷২০ ওভারে শ্রীলঙ্কা ১১৩-৯ করে। ভারতকে জিততে হলে করতে হবে ১১৪ রান।

গ্রুপের প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই মাহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের পৌঁছে গিয়েছে হরমনপ্রীত কাউরের দল৷ শ্রীলঙ্কাকে হারাতে পারলে অপরাজিত থেকে শেষ চারে মাঠে নামবে টিম ইন্ডিয়ার মহিলাবিগ্রেড৷

ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, এই ম্যাচটা আমরা রান তাড়া করতে পারবো৷ আমরা এখনও পর্যন্ত সবাইকে দেখতে পারিনি৷আগের ম্যাচের দলই খেলছে৷ দল ভালো খেলেছে৷ তাই দলে কোনও পরিবর্তন হয়নি৷

প্রথম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত৷ তারপর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় হরমনপ্রীতরা৷ আগের ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে মাত্র ১৩৩ রান নিয়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ভারতীয় বোলাররা৷

নিউজিল্যান্ড ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ছিলেন শেফালি ভার্মা৷ কিউয়ি বোলারদের বিরুদ্ধে একাই দলকে টানেন রোহতকের এই বছর ষোলোর কিশোরী৷ ৩৪ বলে ৩টি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রানের ইনিংস খেলেন শেফালি৷ টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় দলের এই টিনেজার৷ ফলে ব্যাটিং নিয়ে অনেকটাই স্বস্তিতে ভারতীয় দল৷

Previous articleপাকিস্তানে যাত্রীবোঝাই বাসে ধাক্কা ট্রেনের, মৃত ৩০
Next articleদিল্লির হিংসায় গ্রেফতার ৬০০, বাড়বে আরও