কানহাইয়াকে ঘিরে হঠাৎ নানা কথা, জল্পনা

বিজেপির শরিকদল জেডিইউয়ের এক তাবড় নেতার সঙ্গে কানহাইয়ার বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল।নীতীশ ঘনিষ্ঠ অশোক চৌধুরীর সঙ্গে দেখা করেন কানহাইয়াকুমার। সিবিআইয়ের এই তারকা রাজনৈতিক ব্যক্তিত্বের এই বৈঠক জাতীয় রাজনীতিতে তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।
সূত্রের দাবি, কানহাইয়ার সঙ্গে দলের সম্পর্কের অবনতি দেখা যাচ্ছে। সেই অবনতির অন্যতম সূত্রপাত লোকসভা ভোটের সমই বিহারের বুক থেকে শুরু হয়। কানহাইয়াকে সেন্সার করার পর থেকে সেই সম্পর্ক আরও নিচে নেমেছে। ফলে সেই জায়গা থেকেও এই বৈঠক তাৎপর্যপূর্ণ।
যদিও জেডিইউয়ের অশোক চৌধুরী জানিয়েছেন, কানহাইয়ার সঙ্গে এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। কেবলমাত্র উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদ্রোহের মামলায় আগামী ১৫ মার্চ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়ার। এদিকে, দলবিরোধী মন্তব্য এবং সমর্থকদের উদ্ধত আচরণের জন্য ‘ঘরে’ই ভিলেন তিনি। এমন ডামাডোল পরিস্থিতিতে বিহারে বিজেপির জোটসঙ্গী সংযুক্ত জনতা দলের (জেডিইউ) মন্ত্রীর সঙ্গে কানহাইয়ার এই সাক্ষাৎ যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।