‘শঙ্খ ঘোষ মুক্তমঞ্চ’-এর উদ্বোধন কলকাতা বইমেলায়

যে-কজন ব্যক্তিত্বকে বাদ দিয়ে কলকাতা বইমেলা (Kolkata International Book Fair 2022) ভাবাই যেত না, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। তিনি ছিলেন বইমেলার অভিভাবকসম। বিভিন্ন রকমের পরামর্শ দিতেন। প্রতিদিন সম্ভব না হলেও, আসতেন অন্তত কয়েকটা দিন। অংশ নিতেন অনুষ্ঠানে। ঘুরে দেখতেন মেলা।

আরও পড়ুন-বারাণসীতে পরপর দুবার মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ বিজেপির, তীব্র নিন্দা অখিলেশের

এইবার কলকাতা বইমেলা হচ্ছে। তবে শঙ্খ ঘোষ (Shankha Ghosh) নেই। এ বড়ো বেদনার। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড একটি মুক্তমঞ্চের নামকরণ করেছে ‘শঙ্খ ঘোষ মুক্তমঞ্চ’। লিটল ম্যাগাজিন মণ্ডপের ঠিক পাশে। বুধবার সন্ধ্যায় মঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, গিল্ড সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সাহিত্যিক প্রচেত গুপ্ত, দেবসাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার, লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, কবি অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক অপু দে প্রমুখ। সঞ্চালনা করেন ড. ইমানুল হক।
প্রতিদিন এই মঞ্চে আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান। প্রকাশিত হবে বই-পত্রিকা। বসবে কবিতা ও গানের আসর।

 

Previous articleI-League: আইলিগে আইজলের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য মহামেডানের
Next articleরুশ আগ্রাসনকে সমর্থন, দেশেই খুন হলেন ইউক্রেনের মেয়র