Madhuri Dixit : ছোট পর্দায় মাধুরী ধামাকা, সুচিত্রা সেনের গানে তাল মেলাবেন ‘ধকধক গার্ল’

সুচিত্রা সেনের(Suchitra Sen) গানের ছন্দে কানে কানে নয় সবার সামনেই মাধুরী (Madhuri Dixit)  বলবেন 'তুমি যে আমার'!

সেই হাসি আর চোখের চাউনি যেন সাদা কালো ক্যানভাসে মিশে যাওয়া রঙিন দ্যুতি।বাংলার মহানায়িকা সুচিত্রা সেন(Suchitra Sen) আর বলিউডের ‘ধকধক গার্ল’ (Dhakdhak Girl) মাধুরী দীক্ষিত(Madhuri Dixit) এবার মিলেমিশে একাকার। সুচিত্রা সেনের(Suchitra Sen) গানের ছন্দে কানে কানে নয় সবার সামনেই মাধুরী (Madhuri Dixit)  বলবেন ‘তুমি যে আমার’! সৌজন্যে বাংলার এক রিয়্যালিটি শো’য়ের গ্র্যান্ড ফিনালে (Grand finale of a musical Realty Show)।

টলিপাড়া বরাবরই বলেছে মহানায়িকা সুচিত্রা সেনের(Suchitra Sen) সাথে এক অদ্ভুত মিল আছে ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের(Madhuri Dixit)। চেহারায়, ভঙ্গিমায়, হাসিতে, কী দারুণ ম্যানারিজম। একথা জানেন স্বয়ং মাধুরীও। এবার সেই মেলবন্ধন বাংলার এক রিয়্যালিটি শো’য়ের মঞ্চে। এক গানের অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে- তে (Grand finale), কী ভাবছেন, বিচারকের আসনে বসবেন তিনি? না,একেবারেই না, তিনি দর্শকের মন জয় করতে মঞ্চ মাতাবেন ‘ধক ধক করনে লগা’,’এক দো তিন’,’ঘাঘরা’র তালে । বাংলায় প্রথমবার রিয়্যালিটি রিয়্যালিটি শো’য়ের মঞ্চে তাঁকে দেখা যাবে সুচিত্রা সেনের ‘হারানো সুর’-এর ‘তুমি যে আমার’ গানে ঠোঁট মেলাতে । সূত্রের খবর এই তালিকায় থাকছে ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’,’এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’। বিনোদনে ভরপুর টানা ১০ ঘন্টা দর্শকের মন ভরাবে এই রিয়্যালিটি শো, পাশাপাশি বাংলার সেরা গায়িকাকেও বেছে নেওয়া হবে এই অনুষ্ঠানে। প্রতিযোগিতা যখন সঙ্গীতের তখন মাধুরী কেন? উত্তরটা অনেকেরই কল্পনার বাইরে। বলিউডের (Bollywood)প্রথম সারির নায়িকা নিজেও ভাল গান গাইতে জানেন। ছোট বেলায় নাচের পাশাপাশি নিয়মিত গানের প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রথম কোনও গানের মঞ্চ তাঁর সেই প্রতিভাকে স্বীকৃতি জানাতে চলেছে। নাচের পাশাপাশি তিনি কবিতা কৃষ্ণমূর্তির (Kavita Krishnamurty)  সঙ্গে গাইবেন ‘দেবদাস’ (Devdas) ছবির গান ‘ঢাই শাম রোক লেই’। প্রতিযোগীদের পাশাপাশি মঞ্চ মাতাবেন ইলা অরুণ , শান(Shaan), পালক মুচ্ছাল (Palak Muchhal)। থাকবেন তিন বিচারক কুমার শানু (Kumar Sanu), কৌশিকী চক্রবর্তী(Kousiki Chakraborty),সোনু নিগম (Sonu Nigam)। যদিও এই ফিনালে কবে সম্প্রচারিত হবে তা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে নি।

 

 

Previous articleRohit Sharma: বিরাটের শততম টেস্ট ম‍্যাচে কোহলিকে বিশেষ উপহার দিতে চান রোহিত
Next articleরাষ্ট্রসংঘের সাধারণ বৈঠকে ফের ভোটদানে বিরত ভারত ও বাংলাদেশ